1. jobtv454@gmail.com : বাংলাদেশ বার্তা : বাংলাদেশ বার্তা
  2. info@www.bangladeshbarta.online : বাংলাদেশ বার্তা :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৪তম মৃত্যুবার্ষিকী এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক এতিম হিফজ শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন তুলে দিল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন একজন শফিকুল, এক ফোঁটা তেল, আর লক্ষ মানুষের হাসি ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি নতুন বাংলাদেশ নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত মহানগরে সড়ক নামকরণের জোর দাবি। বিমান বিধ্বস্তের ঘটনায় ভারত-পাকিস্তানের শোক বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক প্রকাশ: দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেপিবি’র আত্মপ্রকাশ

সহিংসতা কোনো সমাধান নয়; উভয় দেশকে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে-HWPL

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জুন  ২০২৫ সালে, আন্তর্জাতিক শান্তি সংগঠন হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রিস্টোরেশন অব লাইট (HWPL) ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সহিংস সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে নিন্দা জানিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে, HWPL অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই পক্ষকে সংলাপে বসার অনুরোধ জানায়। সংগঠনটি জোর দিয়ে বলেছে, এই সহিংসতা নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

 

গত ১৩ই জুন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো—বিশেষ করে নাটানজ—ও অন্যান্য সামরিক স্থাপনায় বৃহৎ আকারে বিমান হামলা চালায়, যা দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের এক নতুন মাত্রা যোগ করেছে। হাজার হাজার নিরীহ মানুষ নিহত বা আহত হয়েছে এবং উভয় দেশের অবকাঠামোর ধ্বংসযজ্ঞ এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ‘সামাজিক ভাঙনের’ মতো বিপর্যয় সৃষ্টি করছে—এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর হুমকি।

 

বর্তমান পরিস্থিতির গুরুত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্রমশ উপলব্ধি করছে এবং নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা এই দীর্ঘস্থায়ী সহিংসতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংযম ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

 

HWPL তার বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলেছে, “ইসরায়েল ও ইরানের জনগণ শান্তি চায়, যেমন পুরো বিশ্ব চায় শান্তির পুনঃপ্রতিষ্ঠা।” সংগঠনটি উভয় পক্ষকে অস্ত্র পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছে।

 

HWPL আরও জানায় যে, তারা আন্তর্জাতিক শান্তি সংগঠন, নাগরিক সমাজ ও জাতীয় সরকারগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যেন বিশ্বে শান্তির বীজ বপন ও লালন করা যায় এবং মানবজাতি যেন যুদ্ধের করুণ পরিণতি আর কখনো দেখতে না হয়। বিবৃতিটি শেষ হয়েছে এমন এক আশাব্যঞ্জক বার্তার মাধ্যমে যেখানে বলা হয়েছে, বিশ্ববাসী ইসরায়েল ও ইরানের শান্তির পথে এগিয়ে যাওয়ার চেষ্টাকে সমর্থন করবে।

 

HWPL সম্পর্কে:

হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রিস্টোরেশন অব লাইট (HWPL) একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর বিশেষ পরামর্শমূলক মর্যাদা এবং জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশন বিভাগ (DGC)-এর অংশীদার হিসেবে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে।

“Declaration of Peace and Cessation of War (DPCW)”-এর ভিত্তিতে HWPL বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিডিবার্তা/রাহাঅ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট